২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট পরিবেশ অধিদপ্তর অফিসের অনিয়মে নাজেহাল সাধারণ নাগরীকরা, সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন

admin
প্রকাশিত ১৬ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ২০:৩৩:১৭
সিলেট পরিবেশ অধিদপ্তর অফিসের অনিয়মে নাজেহাল সাধারণ নাগরীকরা, সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন

Manual1 Ad Code

সিলেট পরিবেশ অধিদপ্তর অফিসের অনিয়মে নাজেহাল সাধারণ নাগরীকরা, সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন

 

নিজস্ব প্রতিনিধি:: সিলেট পরিবেশ অধিদপ্তর অফিসের অনিয়মে নাজেহাল সাধারণ নাগরীকরা, সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের বিভিন্ন অনিয়মে নাজেহাল সাধারণ নাগরীকরা, বিশেষ করে যে কোন বিষয়ে পরিবেশ অধিদপ্তরে গেলেই পরিচালক এমরান হোসেনের অবৈধ দাবীর মুখে ইচ্ছার বিরুদ্ধে মোটা অংকের উৎকোচের বিনিময়ে কাজ করতে বাধ্য হন। শুধু তাই নয় সম্প্রতি ছাতক উপজেলার চেচান গ্রামের শাহ বাড়ীর মেসার্স নাফিসা এগ্রো ফার্মের বিরুদ্ধে পরিবেশ দূষনের ভুক্তভোগিদের বার বার অভিযোগ দিলেও দুর্নীতিবাজ এমরান হোসেন কোন ব্যবস্থা না নিয়ে পরিবেশের ছাড়পত্র দিয়েছেন যা কিছুতেই মেনে নেয়া যায় না। তাছাড়া সিলেটের বিভিন্ন অঞ্চলে বাসা বাড়ীতে কাজ করতে হলে বাড়ীর ভিটার মাটি কাটতে গেলেই পরিবেশ লংঘনের অভিযোগ এনে অহরহ মামলা করা হচ্ছে। তদন্ত পূর্বক পরিচালক (উপসচিব) এমরান হেসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ১১ নং সেক্টরের কম্পানী কমান্ডার অধ্যাপক শেখ আব্দুস সোবহান। প্রধান বক্তার বক্তব্য রাখেন এড উবায়দুর রহমান।

Manual2 Ad Code

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, লেখক, গবেষক এ কে আজাদ খান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রান কান্ত দাস, দুর্নীতি মুক্ত ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওয়র উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, দুর্নীতি প্রতিরোধ মঞ্চ সিলেট মহানগর সাখার সাধারন সম্পাদক মো. আবর মিয়া পীর, দোয়ারা বাজার সমিতির সিলেটের সভাপতি মাসুক আহমদ তাহের, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ কেন্দ্রিয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব, সিলেট জেলা সাখার সাধারন সম্পাদক আঃ রহিম তালুকদার ও জেলা শাখার অর্থ সম্পাদক আঃ রহিম লাল মিয়া, শিল্পি তুহিন আহমদ, সিলেট বিভাগীয় কমিটির ক্রিড়া সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক আঃ সামাদ, বক্তব্য রাখেন ছাইমা আক্তার, শামিমা আক্তার, শাকি আক্তার, হাওয়া বেগম, জাহানারা বেগম, রাইমা আক্তার, সুমা আক্তার, রুমানা বেগম, শর্মি বেগম, রতন দেবনাথ, দানিছ মিয়া, রুবেল আহমদ, ইমন আহমদ, রাফি আহমদ, রিপন, রাকিব মিয়া, রিদয়, মিনু, মজিব, আঃ হাবিব মইন, রিজন আহমদ, সাজু আহমদ, কাউছার আহমেদ প্রমুখ।

Manual2 Ad Code