সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
৬ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা আড়াইটায় পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ৫শ শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সরকার ও মন্ত্রণালয় পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি মানা নিয়ে গড়িমসি করছে। গতকাল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের কথা বলে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই বৈঠকটিও হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাফনের সাদা কাপড় মাথায় বেধে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।
এর আগে বেলা ২টার দিকে মাথায় কাফনের সাদা কাপড় বেধে মিছিল সহকারে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় নানা স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। পরে সেখান থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর খোজারখলা, কাজীরবাজার ব্রীজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে কিছু সময় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নগরীর বন্দরবাজার, লামাবাজার সড়কে যানজটের সৃষ্টি হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD