১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

admin
প্রকাশিত ০২ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ২০:১৪:২১
সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

Manual5 Ad Code

সুনির্মল সেন: সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নবনির্বাচিত সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর এবং সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাক এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। মুকতাবিস-উন-নূূর অবিভক্ত প্রেসক্লাবের ৬ বারের সভাপতি ছিলেন। নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের সিনিয়র চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

 

 

বৃহস্পতিবার (১ জানুয়ারী) ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকালে ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব’র ব্যুরো প্রধান কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান ও সহ-সভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, মো. ফয়ছল আলম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক, দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, ক্রিড়া সম্পাদক, ডেইলি স্টারের সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।

Manual8 Ad Code

 

 

 

Manual7 Ad Code

নির্বাচন কমিশনার ছিলেন ব্লাস্ট সিলেটের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী ও এডভোকেট সনতু দাস । নির্বাচনকে ঘিরে সিলেট নগরীর সুবিদবাজারস্থ ক্লাব ভবনে সদস্য ছাড়াও সিলেটের পেশাদার সাংবাদিকরা জড়ো হন। জাতীয় সাপ্তাহিক বাংলার মাটি সম্পাদক ও দৈনিক সমাচার পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরোচীফ আকলিছ আহমদ চৌধুরী ও বাংলার মাটি পত্রিকার নির্বাহি সম্পাদক,দৈনিক সমাচার পত্রিকার সিলেট জেলা ব্যুরো চীফ ফারুক আহমদ চৌধুরী ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের নবাগত সভাপতি, সাধারন সম্পাদক সহ বিজয়ী কমিটিকে আন্তরিক অভিনন্দন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।