১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ

admin
প্রকাশিত ০৩ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ১৮:০৯:৫০
সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ

Manual7 Ad Code

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির
উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ

 

সুনির্মল সেন :: দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের ভূমি দখল করে অবৈধভাবে গৃহ নির্মাণের অভিযোগের পাশাপাশি সরকারি ভূমির উপর অস্ট্রেলিয়ান গরুর ফার্ম তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে ।

সিলেটের বক্ষব্যাধি ক্লিনিকে সম্প্রতি সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের পাশে ক্লিনিকের নির্ধারিত জায়গায় উপর বড় দুটি রুম বানিয়ে উচ্চমূল্যর অস্ট্রেলিয়ান গরুর ফার্মের জন্য নির্মাণ করা হয়েছে।

এখানে প্রায় ১৫ শতক ভূমি দখল করে স্বপ্না বেগম নামে একজন মহিলা অবৈধ বাসস্থান ও গরুর ফার্ম তৈরি করেছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

খোজ নিয়ে জানা যায়, এই স্বপ্না বেগম সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের আয়া পদে চাকরি করছেন। তার সুবাধে প্রায় ১৫ বছর যাবত এখানে তিনি অবৈধভাবে বসবাস করছেন এবং ১০ বছর যাবত এখানে অস্ট্রেলিয়ান গরুর ফার্ম পরিচালনা করে আসছেন। এখানে ছোট বড় প্রায় ১২টি গরু নিয়ে দুগ্ধ ফার্মের কার্যক্রম চলছে। এই সব গরুর মূল্য আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা হবে।

 

এ ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসী জানান, এখানে গরুর ফার্ম তৈরির ফলে গোবরের দুর্গন্ধে রাস্তায় চলাচলে মারাত্মক দূভোর্গ পোহাতে হচ্ছে নিকটবর্তী এলাকার মানুসসহ পথচারীদের। এছাড়াও পাশে থাকা স্কুলও কলেজের ছাত্র—ছাত্রীদের অবৈধ গরুর ফার্মের দুর্গন্ধের কারণে মারাত্মক দুর্ভোগের শিকার হতে হয়।

এ বিষয়ে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের দু’জন শিক্ষার্থী আবেদ ও মিজান জানায়, এখানে গরুর ফার্ম হওয়ার ফলে স্কুলে ডুকতে এবং বাহির হতে মারাত্মক দুর্গন্ধ পোহাতে হয়। যা পরিবেশের জন্য হুমকির সম্মুখীন।

Manual4 Ad Code

 

এদিকে বক্ষব্যাধি ক্লিনিকের আয়া স্বপ্না বেগম জানান, বিষয়টি উক্ত ক্লিনিক কতৃর্পক্ষ ও সিলেট জেলা সিভিল সার্জন জানেন ও তাদের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েই এখানে থাকার জন্য ঘর এবং গরুর ফার্ম তৈরি করা হয়েছে। এখানে গরু পালন করি নিজে দুধ খাওয়ার জন্য; ব্যবসার জন্য নয় বলে জানান।

বক্ষব্যাধি ক্লিনিকের একজন রোগী জানান, এখানকার (স্বপ্না) গরুর ফার্ম থেকে খাওয়ার জন্য গরুর দুধ ক্রয় করে নিয়ে আসি।

 

সিলেট জেলা সিভিল সার্জন নাছির উদ্দিন জানান, অবৈধভাবে ঘর নির্মাণ ও গরুর ফার্ম তৈরির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে বিষয়টি তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও দীর্ঘ এক মাসেও অবৈধ ঘর নির্মাণ ও গরুর ফার্ম তৈরির ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেয়ার দৃশ্য এখনো পরিলক্ষিত হয়নি।

Manual1 Ad Code

 

সচেতন মহলের বক্তব্য হচ্ছে, কার খুটির জোঁড়ে একজন ক্লিনিকের আয়া( স্বপ্না বেগম) সরকারি ক্লিনিকের ভূমির উপর অবৈধভাবে বাসস্থান ও গরুর ফার্ম তৈরি করে ব্যবসা করে আসছেন। সে ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে।