১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট বিভাগে একদিনে বিভিন্ন দুর্ঘটনা ও ঘটনায় ৮ জনের মৃত্যু

admin
প্রকাশিত ২০ জুলাই, রবিবার, ২০২৫ ১৪:৪৭:২৪
সিলেট বিভাগে একদিনে বিভিন্ন দুর্ঘটনা ও ঘটনায় ৮ জনের মৃত্যু

Manual2 Ad Code

সিলেট বিভাগে একদিনে বিভিন্ন দুর্ঘটনা ও ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সড়ক দুর্ঘটনা, নৌকা ডুবি, পানিতে ডুবে যাওয়া ও অজ্ঞাত কারণে মৃত্যু—এসব ঘটনায় সিলেটবাসীর মধ্যে এক শোকাবহ ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতদের ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ আহমদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন—সুমন (২৩) ও মাহদী (১৮)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার মনতৈল গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াক আহমদ ফাহিম (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু
সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গিয়ে শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নৌকাটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু
একই উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামে পানিতে ডুবে মা বিলকিস আক্তার (৩০) ও তাঁর তিন বছরের মেয়ে বিথীর মৃত্যু হয়েছে। তাঁরা এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

Manual8 Ad Code

রেললাইনে কাটা পড়ে নারীর মৃত্যু
হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় রাতের বেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।

অজ্ঞাত কারণে একজনের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের কাছে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। নিহত ব্যক্তি হলেন ওসমান মিয়া (৫০)। ঘটনার তদন্ত চলছে।

 

 

Manual8 Ad Code

সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামাল উদ্দিন জামুল মিয়া (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। দুর্ঘটনার সময় আরও দুজন আহত হন। পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করলে লাশ হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

এইসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই দিনে এতগুলো মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Manual1 Ad Code