২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকুরি প্রতারণা চালিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছে

admin
প্রকাশিত ১০ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২০:০৫:২৭
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকুরি প্রতারণা চালিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছে

Manual4 Ad Code

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকুরি প্রলোভন দেখিয়ে সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি সংঘবদ্ধ প্রতারকচক্র প্রতারণা চালিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়া এই ধরনের ভূয়া ও চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হওয়ার এবং কোন ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্ব সাধারণকে অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত কোন আশ্বাস বা প্রতিশ্রুতি দিলে বা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা/কর্মচারী পরিচয় দিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ফোন দিলে সঙ্গে সঙ্গে আইন শৃংঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Manual5 Ad Code

 

 

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

 

 

 

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অ.দা) ডাঃ মোঃ ইশতিয়াক বখত এক বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত রুল এখনো চূড়ান্ত না হওয়ায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া কোন ধরনের চাকুরির নিয়োগ কার্যক্রম গ্রহণ করেনা ।

Manual3 Ad Code