১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সদর অপারেশন ডেভিল হান্টে যুবলীগ ক্যাডার দুলাল গ্রেপ্তার।

admin
প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ০৭:৩১:৪৭
সিলেট সদর অপারেশন ডেভিল হান্টে যুবলীগ ক্যাডার দুলাল গ্রেপ্তার।

Manual1 Ad Code

নিউজ ডেক্স:

Manual5 Ad Code

সিলেট সদর উপজেলা যুবলীগ ক্যাডার দুলাল (৪০)কে গ্রেপ্তার করেছে সিলেট এসএমপি শাহপরান থানা পুলিশ।

 

Manual1 Ad Code

১২,ফেব্রুয়ারি বুধবার রাত অনুমান ১২,টা ৩৫ মিনিটে শাহপরান থানার অফিসার ইনচার্জ মনির হোসেন এর তথ্যবায়নে ও এ, এস, আই নাজমুল হোসেন এর নেতৃত্বে এসএমপি পুলিশের চৌকিস দুইটি টিম নগরীর সদর উপজেলা পীরেরচোক গ্রাম থেকে তার নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

থানা সূত্রে জানা যায়, গত শনিবার থেকে শুরু হওয়া সারাদেশে ডেভিল হান্ট অভিযানে শাহপরান থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি রাত ১২,৩৫মি: সদর উপজেলার পীরেরচোক গ্রামে অভিযান চালিয়ে উপজেলা ৮,নং ওয়ার্ডের যুবলীগক্যাডার দুলালকে গ্রেপ্তার করা হয়।

দুলাল সিলেট সদর উপজেলার পীরেরচোক গ্রামের মৃত মোঃ ইব্রাহিমের ছেলে।

 

গ্রেফতারকৃত সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট এসএমপি কতোয়ালি মডেল থানা মামলার আসামি দেখানো হয় মামলা নং জি আর ১৪/৪৯৫/ ২৪,, তাছাড়াও থত্য সূত্রে জানা যায় সিলেট এস এম পি জালালাবাদ থানায় ও মামলার এযাহারভুক্ত আসামী রয়েছেন তিনি, যার মামলা নং জি আর ৮/১৫৯/ ২৪/

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন।

Manual7 Ad Code