সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকার কোরবানীর শতভাগ বর্জ্য অপসারণ ও সংশ্লিষ্ট এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মী গতরাত (৬ জুন) ২টা থেকে আজ (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই পরিচ্ছন্নতা কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছেন।
এই কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৬০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ কাজে ১২০টি ট্রাকসহ ভ্যান ও বিভিন্ন ধরনের ইক্যুইপমেন্ট ব্যবহার করা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন করতে ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হয়েছে।
সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহার কয়েকদিন আগে থেকেই প্রতিটি ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, টিভি স্ক্রল ও মসজিদে প্রচার করা হয়। নগরবাসীর সক্রিয় সহযোগিতা, কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় নির্ধারিত সময়ের আগেই সিলেট সিটি কর্পোরেশন এলাকার কোরবানীর পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। আগামীকাল (৮ জুন) এবং পরশুও অনেকে পশু কোরবানী দিতে পারেন। সে ব্যাপারেও সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা নেহাররঞ্জন পুরকায়স্থ
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD