সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপিতে অভিযান চালানো হয়।

 

 

 

 

 

অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকা জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ