২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

admin
প্রকাশিত ০৩ জুন, মঙ্গলবার, ২০২৫ ২২:২৬:৫২
সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

Manual2 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ মে) রাতে ক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

 

 

অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী তিনজন নতুন সদস্যের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং ক্লাবের পক্ষ থেকে তাদের বরণ করে নেন। নবাগত সদস্যরা হলেন—ইয়ামি বিন এ মুহাইমিন সালেহ, তানিম হোসাইন শাওন ও ইশতিয়াক আহমদ সিদ্দিকী। তারা ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

Manual1 Ad Code

 

 

 

 

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক আব্দুল্লাহ আহমদ, ক্রীড়া বিভাগের পরিচালক কামাল হাসান এবং সাংস্কৃতিক বিভাগের পরিচালক এ.এম. মিজানুর রহমান।

 

 

 

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের স্থায়ী সদস্য ফজলে এলাহী চৌধুরী ডালিম ও মুফতি এ.এস. শামীম আহমদ। এ সময় ক্লাবের নবীন ও প্রবীণ সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

 

 

 

অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট বলেন, “সদস্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক শক্তি যেমন বাড়ে, তেমনি নতুন চিন্তা ও উদ্যোগের পথও প্রশস্ত হয়। আমরা আশা করি, নতুন সদস্যরা ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন।”

Manual4 Ad Code