১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী।

admin
প্রকাশিত ১২ জুলাই, শনিবার, ২০২৫ ২২:৩১:৫৭
সিলেট-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী।

Manual2 Ad Code

কামাল খান সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। শুক্রবার (১১ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তিনি। এসময় সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সকলের কাছে দোয়া চেয়েছি।

Manual4 Ad Code

 

 

Manual2 Ad Code

 

 

বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হবো। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি সবার কাছে দোয়া চাই যে আমি ইজাজত নিয়েছি যে আমি কার্যক্রম শুরু করব কিনা। আমাকে আমার এলাকার মুসল্লিয়ান, এই শহরের মুরব্বিয়ানরা আমাকে ইজাজত দিয়েছেন।

Manual3 Ad Code

 

 

 

Manual4 Ad Code

 

তিনি বলেন, ‘আমার দাবি হচ্ছে, সিলেট-১ আসনে আমার নেতা তারেক রহমান সাহেবকে আমার বিভাগের উন্নয়নের জন্য, আমার এই সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই সেক্রিফাইস করব। তিনি যেন আমাদের মধ্যে আসেন। আর আমি এ শহরের আপনাদের দীর্ঘদিনের সেবক হিসেবে ইজাজত নিয়েছি, আমি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমার কার্যক্রম শুরু করলাম।’ এসময় তিনি আরও বলেন, এই মসজিদে (ব্ন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন।