১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট-৪ আসনে প্রচারণা শুরুর ঘোষণা: নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রকৌশলী রাশেল উল আলম

admin
প্রকাশিত ১৪ নভেম্বর, শুক্রবার, ২০২৫ ১৮:২০:২৫
সিলেট-৪ আসনে প্রচারণা শুরুর ঘোষণা: নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রকৌশলী রাশেল উল আলম

Manual5 Ad Code

সুয়েব রানা: সিলেট সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ) আসনের আলোচিত তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকৌশলী রাশেল উল আলম শিগগিরই নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

 

দেশে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। রাশেল বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য সংসদ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। প্রযুক্তিবিদ, শিক্ষানুরাগী এবং ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সংগঠক হিসেবে পরিচিত তিনি প্রবাসে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষা, প্রযুক্তি ও জবাবদিহিতা-নির্ভর নতুন রাজনীতি মাঠে এনেছেন। তিনি জানিয়েছেন-২৩শে নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি যাবেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতে। জিয়ারতের পর শাহপরান গেট সংলগ্ন নিজ বাসায় অনুষ্ঠিত হবে পরিচয়পর্ব, মতবিনিময়, দোয়া ও সিন্নির আয়োজন। আলোচনার ভিত্তিতে পরের দিন থেকে প্রতিদিন প্রতিটি উপজেলা, ইউনিয়ন, বাজার ও গ্রামে জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তি জ্ঞান দেশের রাজনীতিতে প্রয়োগের মাধ্যমে রাশেল উল আলম সিলেট-৪ আসনে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি করতে চান। সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন তিনি।