সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় রবিবার রাতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম কাঁছাটুল, দুদু সাহেবের বাড়িতে স্থানীয় জনগণ আয়োজন করেন এই সভার। আলোচনা সভার সভাপতিত্ব করেন আরকন আহমদ, এবং পরিচালনা করেন সাহেদ আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ। তিনি বলেন, “১৯৭১ সাল থেকে বিএনপি দেশের সংকটময় মুহূর্তে সর্বদা জনগণের পাশে ছিল। জিয়া পরিবার দেশ ও জনগণের আপনজন। বিএনপিকে ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময়ে নির্যাতন ও মামলা দিয়ে নিঃশ্বেষ করতে চেয়েছে, তবুও জনগণের ভালোবাসার কারণে দল শক্তিশালী হয়েছে।”
তিনি আরও জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের স্বার্থে আজীবন কাজ করেছেন এবং সৎ থাকায় কোনো সম্পদ অর্জন করেননি। এছাড়া, দেশনেত্রী খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকারের জ্বালাতন ও হয়রানি সত্ত্বেও তিনি জনগণের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
সভায় বক্তব্য রাখেন আবদুস সালাম, আবদুল জাববার, দুদু মিয়া ও ফয়সাল আহমদ। কোরআন তিলাওয়াত করেন সাইফ আহমদ।
তামিম ইয়াহয়া আহমদ আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে এবং দল তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD