২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় দুদকের নোটিশ

admin
প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২৩:৪২:০৯
সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় দুদকের নোটিশ

Manual4 Ad Code

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দুদক সাবেক মেয়রের সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম তিলপাড়া গ্রামের বাড়ি ও নগরের পাঠানটুলার বাসায় নোটিশ সাঁটিয়েছে। নোটিশ সাঁটানো হয়েছে দুদকের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান-এর নেতৃত্বে একটি দল দ্বারা।

Manual8 Ad Code

দুদক কর্মকর্তা জানান, আগামী ২১ কর্মদিবসের মধ্যে আনোয়ারুজ্জামান ও তাঁর স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায় এবং আয়ের উৎসের হিসাব কমিশনের কাছে দাখিল করতে হবে। জমা দেওয়ার পর যদি কমিশন সন্তুষ্ট হয়, তবে তাঁকে অব্যাহতি দেওয়া হবে। তবে দাখিল না করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

লন্ডনে অবস্থানরত মো. আনোয়ারুজ্জামান চৌধুরী হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজকের পত্রিকাকে বলেন, “আমার জ্ঞাত আয়-বহির্ভূত এক টাকার সম্পদ অর্জনের প্রমাণ বের করতে পারলে আমি সঙ্গে সঙ্গে সেই সম্পদ লিখে দেব। আমাকে ভয় দেখাতে এসব নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আমি বাংলাদেশ তথা সিলেটের মানুষের কল্যাণে কাজ করছি। আমৃত্যু করে যাব। সুতরাং, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।”

Manual4 Ad Code