সীমান্ত রক্ষায় বিজিবির সাফল্য, ২ কোটি টাকার বেশি চোরাচালানী মালামাল জব্দ

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

সীমান্ত রক্ষায় বিজিবির সাফল্য, ২ কোটি টাকার বেশি চোরাচালানী মালামাল জব্দ

সুয়েব রানা (সিলেট) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে ২৩ জুলাই ২০২৫ তারিখে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সুনামগঞ্জ ও সিলেট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথরকোয়ারী, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপি এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

 

 

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে ছিল ভারতীয় ঔষধ, ক্রিম, ফেসওয়াস, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ার এবং বাংলাদেশ থেকে পাচারকালে ধরা পড়া রসুন ও শিং মাছ। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। এই অভিযানে বিজিবি সদস্যদের তৎপরতায় মোট দুই কোটি তেতাল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত বিশ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়। জব্দকৃত সকল মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

 

 

 

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবির সদস্যরা আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন। আমরা সর্বদা সতর্ক এবং প্রস্তুত, যাতে সীমান্তের অবৈধ কার্যক্রম রোধ করা যায়। জাতীয় নিরাপত্তা, সীমান্ত রক্ষা এবং সমাজের জন্য ক্ষতিকর চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান দেশের সার্বিক স্বার্থে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ