সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত

সুনামগঞ্জ, ১৯ সেপ্টেম্বর — পূর্ববিরোধের জেরে সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

নিহত সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) লক্ষ্মীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। আহত হয়েছেন মো. মজিদ (৩৫), মো. শুভ হাসান (২৫) ও মো. তানিম (২২), যাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃতরা হলেন সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোছা আলী (৪০), মো. ইমার হোসেন (৩০), মো. নূর আলম (৫০) ও সাখাওয়াত হোসেন তবারক (২০)।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এসেছে। আজ সকালে গ্রামবাসীরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও দুপুরে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরেই এই ঘটনাটি ঘটেছে এবং চারজনকে আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ