১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের ধর্মপাশায় তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ১৯জন নবীন হাফেজকে সংবর্ধনা

admin
প্রকাশিত ১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫ ১১:২৮:৩৪
সুনামগঞ্জের ধর্মপাশায় তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ১৯জন নবীন হাফেজকে সংবর্ধনা

Manual5 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপজেলার সদর ইউনিয়নের আটটি  হাফিজিয়া মাদ্রাসার পবিত্র কোরআনের ১৯জন নবীন হাফেজকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

 

শনিবার সকাল পৌনে ১০টার দিকে  তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশন  নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা হুজ্জাতুল্লাহ নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। সংগঠনটির সদস্য মুফতি মোবারক হোসেন ও মাওলানা মাহমুদুল হাসান মওদুদের যৌথ সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের  সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী,সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মিল হক তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,  তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও  সাংবাদিক সালেহ আহমদ, জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মুফতি যোবায়ের আলম, নলগড়া বাইতুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান তাবারী, নবীন হাফেজের অভিভাবক হাফেজ মোজাম্মেল হক, নূরুল হক,নবীন হাফেজ মফিজুর রহমান সাঈফ, মো.সোহেল রানা, রাইসুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

 

 

অনুষ্ঠানে অতিথি ও নবীন হাফেজদেরকে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া পবিত্র কোরআনের নবীন ১৯জন হাফেজের প্রত্যেককে ক্রেস্ট ও পোশাক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের শান্তুি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual5 Ad Code