সুনামগঞ্জে দু’জন পেশাদার ছিণতাইকারী আটক

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

সুনামগঞ্জে দু’জন পেশাদার ছিণতাইকারী আটক

প্রাইভেট কার ধাওয়া দিয়ে সাইফুল ও জয় নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা দু’জন পেশাদার ছিণতাইকারী। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

 

 

তারা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার গৌরিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে লিমন আহমদ জয় (২৬)।

 

 

 

বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সুনামগঞ্জের সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ও আফিয়া বেগমের ছেলে মো. কামাল হোসেন (৩৬) জিন্দাবাজার থেকে কাজ শেষে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

 

 

 

এসময় পূর্ব পরিচিত তামিম নামক এক ব্যক্তি তার সাথে বেড়ানোর প্রলোভন দেখালে কামাল সম্মত হয়ে তার মোটরসাইকেলে উঠে বসেন। তাকে নিয়ে যাওয়া হয় হাউজিং এস্টেটের ৮নং লেনের সামনে। সেখান থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১২-৬৪৭৯) উঠেন তারা। কারটিতে আগে থেকে আরও ৪ ব্যক্তি বসা ছিলেন। তারা তাকে নিয়ে যান সালুটিকর ব্রিজের কাছে। এক পর্যায়ে কিলঘুষি মারতে মারতে তার নিকট থাকা ৫০ হাজার টাকা দামের একটি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।

পরে তারা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সালুটিকর থেকে বাইপাস হয়ে বাইশটিলা যাওয়ার পথে স্থানীয় বাজারে প্রবেশের পর কামাল লোকজন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং কৌশলে কার থেকে বের হয়ে পড়েন।

স্থানীয়দের সহযোগীতায় দু’জন ছিনতাইকারীসহ প্রাইভেট কারটিকে আটক করে এয়ারপোর্ট থানাপুলিশ।

এয়ারপোর্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা (নং ২০/৩০/০৭/২৫) দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ