সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে ধানা কাটার সময় হঠাৎ বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ জাকির হোসেন(৩৫)। সে সদর উপজেলার সদর ইউনিয়নের পাকনার হাওরের ধান কাটার জন্য বজ্রপাতে তার মৃত্যু হয। সে পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে বলে জানা যায়।
স্থানীয় ও পুুলিশ সূত্রে জানা যায়,(৬ই মে মঙ্গলবার)সকালে পশ্চিম লক্ষীপুর গ্রামের বাসিন্দা মালিক উস্তারের পুত্র জাকির হোসেন হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় জামালগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক জাকির হোসেনের মৃত্যু হয়েছে ।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেছেন বৈশাখ মাসে এই ধান কাটার মৌসুমটাতে অনেক বজ্রপাত হয়। তাই সকল কৃষকরা ধান কাটার সময় যদি দেখেন আকাশ মেঘাচ্ছন্ন তখন নিরাপদ আশ্রমে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD