১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

admin
প্রকাশিত ১৯ মার্চ, বুধবার, ২০২৫ ২৩:০০:৩৩
সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

xr:d:DAFyIa5iv1Y:134,j:6207493158458774904,t:23102403


Manual6 Ad Code

আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল গণি মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে বাড়ির সামনের সড়কে মাটি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের হাতে ওই ব্যক্তি নিহত হন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

নিহত আব্দুল গণি মিয়া উপজেলার ধোপাঘাটপুর গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।

 

বুধবার রাতে থানার ওসি মো. সজীব রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার ধোপাঘাটপুর গ্রামে বসতবাড়ির সামনে সড়কে মাটি দেওয়াকে কেন্দ্র করে গ্রামের আবদুল গণি মিয়ার ভাই আবদুল গফুরের পরিবারের সদস্যদের মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে গফুরের ছেলের হাতে থাকা ধারালো ছুরি (চাকু) দিয়ে চাচা গণি মিয়ার গলায় আঘাত করতে থাকে। আহত অবস্থায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণি মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

নিহতের পরিবারের অভিযোগ, মারপিটে ও হত্যাকাণ্ডে উপজেলার ধোপাঘাটপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহেল, তার সহোদর রুবেল, বোন পপি আক্তার ও গফুরের স্ত্রী জোস্না বেগম জড়িত ছিলেন।

Manual8 Ad Code