সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে  পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সুনামগঞ্জে বাসভাড়া নিয়ে শ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার জেরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সোমবার, ৪ আগস্ট সকাল থেকে জেলার সব ধরনের দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

 

 

 

 

শ্রমিকদের অভিযোগ, রোববার বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এক বাস হেলপারকে মারধর করা হয়। এ ঘটনায় শহরের নতুন বাসস্টেশন এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে রাতে তিন দফা দাবি তুলে ধরে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলার ঘটনার বিচার, আটক চালকের মুক্তি এবং শিক্ষার্থীদের ‘অবমাননাকর আচরণের’ প্রতিবাদ।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে বাসস্ট্যান্ডে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। দূরপাল্লার যাত্রীরা বিকল্প যানবাহন না পেয়ে ভোগান্তিতে রয়েছেন।

স্থানীয়দের মতে, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ