১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

admin
প্রকাশিত ০৬ সেপ্টেম্বর, বুধবার, ২০২৩ ১২:৫৯:২২
সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

Manual8 Ad Code

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাই জাকির হোসেন জোহানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এজহারনামীয় আসামি মেহরাব হোসেন রুনেলকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

তবে মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ও নবেল মিয়াকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানিয়েছেন, এজহারনামীয় আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

এদিকে হামলায় ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দিরাই রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এর আগে গ্রামের বাড়িতে স্কুলের ভূমি দাতা নিয়ে বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যা ৭টায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক জোসেফের পৌর শহরের বাসভবনে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা জোসেফ ও তার ভাই জাকির হোসেন জোহানকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম এবং বাসায় ভাংচুর করে।

Manual2 Ad Code