সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
ভারতীয় থান কাপড় কসমেটিকসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য সুনামগঞ্জ জেলা শহর থেকে জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
র্যাব-৯ সিলেটের সিপিসি -৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহলদল সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর থেকে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা থানকাপড়, কসেমেটিকস , খাদ্যসামগ্রীসহ এসব চোরাচালানের পণ্য জব্দ করেছে।
জব্দকৃত পণ্যসামগ্রী’র মধ্যে রয়েছে,ভারতীয় ৮৪৮ পিস শাড়ি, ৪২ থান জর্জেট কাপড়, জনসন বেবী লোশন,বড়প্লাস বডি লোশন, নেসলে কিটকাট চকলেট, ডাব ক্রিমবার সাবান, কাবেরি মেহেদি কোন। জব্দকৃত এসব পণ্যের মুল্য প্রায় ৪২ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা।
শুক্রবার রাতে র্যাব-৯ সিলেটর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করে বলেন, এরপুর্বে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর এলাকা থেকে ওইসব চোরাচালানের ভারতীয় পণ্য র্যাব জব্দ করে। অভিযানে পুলিশ সহযোগিতা করেছে বলে জানান র্যাবের মিডিয়া অফিসার।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD