সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি ‘রাহবাদ হাউজফুল’ নামে পর্যটকবাহী একটি হাউজবোট মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় বোটে অন্তত ১২জন যাত্রী ছিল। তবে যাত্রীদের সবাই অক্ষত আছেন।
শুক্রবার ৩০ই মে রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দিনের কোনো এক সময়ে তাহিরপুর সদর নৌকা ঘাট থেকে ১২জন যাত্রী নিয়ে হাউজবোটটি ছেড়ে যায়।
পরে টাঙ্গুয়ার হাওর ঘুরে এটি ট্যাকেরঘাট শহিদ সিরাজ লেক এলাকার অদূরে পুটিয়া নামক স্থানে নোঙ্গর করে রাখা হয়। একপর্যায়ে বোটের স্টোররুমে আগুনের ধোঁয়া বের হতে দেখে আশেপাশে থাকা হাউজবোটের লোকজন।
কিন্তু কোনোকিছু বুঝে উঠার আগে মুহুর্তের মধ্যে আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বোটে থাকা যাত্রীদের কেউ পার্শ্ববর্তী বোটের উপর, কেউ কেউ নিচে পানিতে লাফিয়ে আত্মরক্ষা করে। স্থানীয়দের কয়েকজন জানিয়েছে, বোটে থাকা জেনেরেটর থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারন এখনই নিশ্চিত করে পুলিশ জানাতে পারেনি।
ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবির দাশ বলেন, আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। যাত্রীদের সবাই অক্ষত আছে। এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD