২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ পর্যটকবাহী ‘হাউজবোট পুড়ে ছাই।

admin
প্রকাশিত ৩০ মে, শুক্রবার, ২০২৫ ২৩:৩৪:১৮
সুনামগঞ্জ পর্যটকবাহী ‘হাউজবোট পুড়ে ছাই।

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি ‘রাহবাদ হাউজফুল’ নামে পর্যটকবাহী একটি হাউজবোট মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় বোটে অন্তত ১২জন যাত্রী ছিল। তবে যাত্রীদের সবাই অক্ষত আছেন।

 

শুক্রবার ৩০ই মে রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দিনের কোনো এক সময়ে তাহিরপুর সদর নৌকা ঘাট থেকে ১২জন যাত্রী নিয়ে হাউজবোটটি ছেড়ে যায়।

Manual6 Ad Code

 

পরে টাঙ্গুয়ার হাওর ঘুরে এটি ট্যাকেরঘাট শহিদ সিরাজ লেক এলাকার অদূরে পুটিয়া নামক স্থানে নোঙ্গর করে রাখা হয়। একপর্যায়ে বোটের স্টোররুমে আগুনের ধোঁয়া বের হতে দেখে আশেপাশে থাকা হাউজবোটের লোকজন।

 

 

কিন্তু কোনোকিছু বুঝে উঠার আগে মুহুর্তের মধ্যে আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বোটে থাকা যাত্রীদের কেউ পার্শ্ববর্তী বোটের উপর, কেউ কেউ নিচে পানিতে লাফিয়ে আত্মরক্ষা করে। স্থানীয়দের কয়েকজন জানিয়েছে, বোটে থাকা জেনেরেটর থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারন এখনই নিশ্চিত করে পুলিশ জানাতে পারেনি।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

 

ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবির দাশ বলেন, আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। যাত্রীদের সবাই অক্ষত আছে। এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না।

Manual3 Ad Code