১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ- ৫,ছাতক-দোয়ারাবাজার আসনে নির্বাচন করতে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

admin
প্রকাশিত ২৯ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ২৩:৫৪:২০
সুনামগঞ্জ- ৫,ছাতক-দোয়ারাবাজার আসনে নির্বাচন করতে  ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

Manual3 Ad Code

ফকির হাসান, ছাতক থেকেঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮-সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন,৮ জন প্রার্থী। সোমবার ২৯ ডিসেম্বর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা’র কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন,বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। তিনি দোয়ারাবাজারে ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, ছাতকে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) বিএনপি’র কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী,আনজুমানে আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাও,সিরাজুল ইসলাম এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাও.আব্দুল কাদির তাদের স্ব- স্ব মনোনয়ন পত্র দাখিল করেছেন। সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন,জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম,স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোমাহিদ আলী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা- সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ'”র কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী (এনপিপি) মনোনীত প্রার্থী মো.আজিজুল হক। জেলা রিটার্নিং কর্মকর্তা,সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে এসব তথ্য পাওয়া গেছে।