১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সুনির্মল সেনের গভীর শোক:

admin
প্রকাশিত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২৩:০৪:২৩
সুনির্মল সেনের গভীর শোক:

Manual6 Ad Code

খালেদা জিয়া স্মরণীয় হয়ে থাকবেন দেশপ্রেমিক লড়াকু নেতা হিসেবে স্টাফ রিপোর্ট: ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের অন্যতম নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সিলেটের অন্যতম ছাত্রনেতা,কবি ও সাংবাদিক সুনির্মল সেন গভীর শোক প্রকাশ করেছেন। কবি ও সাংবাদিক সুনির্মল সেন তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সাংবাদিক সুনির্মল সেন মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) এক শোক বিবৃতিতে বলেন, “এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। লড়াকু ও দৃঢ় নেতৃত্বরে জন্য তিনি ভবিষ্যতেও মানুষের শ্রদ্ধা – ভালোবাসায় সিক্ত হবেন।”