নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট | ১১ জানুয়ারি, ২০২৬
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাছ ধরা অবস্থায় তাদের অপহরণ করা হয়। এই ঘটনায় সুন্দরবন উপকূলীয় জেলে ও মৎস্যজীবীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
অপহৃত জেলেরা হলেন—মো. আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকায়।
ঘটনার বিবরণ
জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার জানান, শনিবার রাতে টিয়ারচর এলাকায় নৌকায় করে মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী তাদের ওপর চড়াও হয় এবং অস্ত্রের মুখে দুই জেলেকে তাদের ট্রলারে তুলে নিয়ে যায়। দস্যুরা মুক্তিপণের জন্য যোগাযোগ করতে অন্য জেলেদের কাছে একটি মোবাইল নম্বর দিয়ে গেছে।
মৎস্যজীবীদের উদ্বেগ
শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু জানান, সুন্দরবনে বর্তমানে দস্যুদের তৎপরতা বহুগুণ বেড়েছে। অনেক ক্ষেত্রে দস্যুদের নির্ধারিত চাঁদা ‘বিকাশ’-এর মাধ্যমে পরিশোধ করে মাছ ধরতে হচ্ছে। গত মাসেও জাহাঙ্গীর বাহিনী তার চারজন জেলেকে অপহরণ করেছিল, যাদের দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়েছে। তিনি সুন্দরবনে র্যাব ও কোস্ট গার্ডের টহল ও বিশেষ অভিযান জোরদারের দাবি জানান।
কর্তৃপক্ষের বক্তব্য
সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্দুস সবুর অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। শরণখোলা রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১ জানুয়ারি, ২০২৬: আজকের প্রধান সংবাদ ডাইজেস্ট
১. গণভোটের প্রচারণা: বরিশালে অধ্যাপক আলী রীয়াজ জানালেন, গণভোটের মার্কা হবে ‘টিক চিহ্ন’ এবং ব্যালট হবে গোলাপি।
২. নির্বাচনী প্রস্তুতি: ইইউ প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক; অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি।
৩. জাপান সফর: মার্চের তৃতীয় সপ্তাহে জাপান যাচ্ছেন ড. ইউনূস; গুরুত্ব পাবে সমুদ্র অর্থনীতি।
৪. বনদস্যু আতঙ্ক: সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হাতে দুই জেলে অপহৃত।
৫. আঞ্চলিক সংঘর্ষ: শাহজাদপুরে দুই কিশোরের ঝগড়া থেকে রণক্ষেত্র গ্রাম, আহত ২০।
৬. মর্মান্তিক দুর্ঘটনা: নেত্রকোনা ও নান্দাইলে পৃথক দুর্ঘটনায় দুই ছাত্র ও শিশুর মৃত্যু।
৭. আইটি সেবা: .bd ডোমেইন রেজিস্ট্রেশনে বিটিসিএল-এর ৩৬% ছাড় ঘোষণা।
৮. আন্তর্জাতিক: ড. নুরিয়েল রুবিনির পূর্বাভাস—ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার।
আপনি কি এই নিউজ বুলেটিনের কোনো অংশ নিয়ে আরও বিস্তারিত জানতে চান?