১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ, পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ জন উদ্ধার

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ২১:২৩:২০
সুন্দরবনে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ, পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ জন উদ্ধার

Manual2 Ad Code

সুন্দরবন প্রতিনিধি:
সুন্দরবনের করমজল এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পড়া একটি পর্যটকবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি মোট ৪৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

Manual3 Ad Code

গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার (৪ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code

তিনি জানান, ১ জানুয়ারি ‘Pirates of Sundarban’ নামের একটি পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে করমজল এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটির তলদেশে ছিদ্র সৃষ্টি হয়। এতে দ্রুত পানি ঢুকতে শুরু করে জাহাজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

Manual5 Ad Code

দুর্ঘটনার বিষয়টি জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে জানালে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানে দুজন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। এ ছাড়া নৌ পুলিশের সহায়তায় আরও ২০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।