সুনির্মল সেন: সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের গৃহবধূ সুমি দাশ (২১) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নবীগঞ্জ উপজেলার গাজীর টেক মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে সুমি দাশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নির্মম হত্যাকাণ্ড। বক্তারা অবিলম্বে মামলার অন্যান্য আসামি শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান। বক্তারা আরও বলেন, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা আজ ভয়াবহ আকার ধারণ করেছে। সুমি দাশের মতো আর কোনো নারী যেনো নির্যাতনের শিকার না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুমি হত্যার সঙ্গে জড়িত স্বামী, শ্বশুর ও শাশুড়ির ফাঁসির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। উল্লেখ্য, নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা সুমি দাশের বিয়ে ৫ মাস আগে সুনামগঞ্জ জেলার দিরাই থানার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে কৃষাল শেখর তালুকদারের সঙ্গে হয়। বিয়ের পর থেকেই সুমি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ পরিবারের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-৯ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বামী কৃষাল শেখর দাস (২৪)কে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে। মানববন্ধনে এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মানুষেরা উপস্থিত ছিলেন।