সিলেট ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫
সুরমা নদীর নৌ পথে ট্রলারসহ দেড় কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় কাপড়সহ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সিলেট সেক্টরের, সুনামগঞ্জ -২৮ বিজিবির সদস্যরা সুরমা নদীর সাহেববাড়ি ঘাটে অভিযান চালিয়ে ওই চালান জব্দ করা হয়।
শুক্রবার রাতে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের বিজিবির ৮ সদস্যের বিশেষায়িত টহলদল, বিজিবি ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইবের নেতৃত্বে শুক্রবার ভোররাতে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ট্রলার বোঝাই কাপড়ের চালান সুরমা নদীর সাহেব বাড়ি ঘাটে জব্দ করে।
তিনি জানান, জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে শার্ট পিস ২ হাজার ৭১৮টি, প্যান্ট পিস ৪ হাজার ২১৬ মিটার, শাড়ি, ৯০ পিস, থ্রি-পিস ২৩টি, থানা কাপড় ১ হাজার ৯১০.১১ মিটার , সোফার কাপড় ৩০০.৭৫ মিটার, চোরাচালানের কাপড় পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD