সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
◾সুরমা পারের অশ্বারোহী◾
(সমাপনী পর্ব)
“”””””””””””””””””””””””””””””””””””””””
সিরাজুল ইসলাম
“”””””””””””””””””””””””””””””””””””””””
ছয়॥
শত ব্যাথা, দুঃখ-যাতনার মাঝেও সালাম মাদানীর হাস্যরস সহযোদ্ধাদের উদ্দীপ্ত ও উৎফুল্ল করে, অনুপ্রাণিত করে। তার পছন্দ ও অপছন্দে রয়েছে বৈচিত্র্যতা। তার লালিত স্বপ্ন: খোদার রাজ্যে খোদার রাজত্ব কায়েম। স্মরণীয় ক্ষণ: বাবার সাথে একশত টাকা ভাড়ায় বিমানে সিলেট থেকে ঢাকা যাত্রা। আবেগঘন মুহুর্ত: স্কলারশীপ পেয়ে মদীনা গমন ও রাওদায়ে আতাহারের প্রথম জিয়ারাহ। তার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব: আমীরে জামায়াত। আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহি, তার পছন্দের বক্তা। প্রিয় লেখক: নসীম হিজাযী। কবি হিসেবে তার পছন্দের তালিকায় রয়েছেন: আল্লামা ইকবাল, কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ ও আল মাহমুদ। প্রিয় শিল্পী: মতিউর রহমান মল্লিক। অবসর কাটে: বই পড়ে ও পরিবারে সময় দিয়ে। শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতি রয়েছে বিশেষ টান। শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের তিনি ভালবাসেন। তার মাঝে বিরাজিত আছে সুপ্ত লেখক সত্তা।
সাত ॥
সালাম মাদানীর জীবন ও কর্ম সংশ্লিষ্ট একটা বিখ্যাত হাদিসের উদ্ধৃতি খুবই প্রাসঙ্গিক। সহীহ আল বুখারি ১ম খন্ডের কিতাবুল অহী অংশের তিন নম্বর হাদীসের মধ্যভাগের বর্ণনা ” পরে তাঁর (রাসুল সা. এর) ভয় চলে গেলে তিনি খাদিজা (রা.) এর নিকট সমস্ত ঘটনা বর্ণনা করে বলেন, আল্লাহার কসম! আমি আমার নিজের জীবন সম্পর্কে আশংকাবোধ করছি। খাদিজা (রা.) শান্তনা দিয়ে বললেন, না, ভয় নেই। আল্লাহর কসম! তিনি কখনোই আপনাকে অপমানিত করবেন না। কারন আপনি নিজ আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, দুর্বল ও দুঃখীদের খেদমত করেন, মেহমানদারী করেন এবং সত্য পথের বিপদগ্রস্তদের সাহায্য করেন………”
আট॥
প্রতিটি মুমিন বান্দা মহান আল্লাহার দাসত্ব ও তাঁর রাসুল স. এর জীবন, চরিত্র ও কর্মের অনুসরণ করে থাকে। সে হিসেবে বর্ণিত হাদিসের মূল্যবান কথামালার সুস্পষ্ট ছাপ রয়েছে সালাম মাদানীর ব্যবহারিক, সামাজিক ও রাজনৈতিক জিন্দেগীতে। তিনি তার আত্মীয়-স্বজনদের হক আদায়ে সদা তৎপর। দুর্বল, গরীব-দুঃখী ও মেহনতি মানুষের খেদমতে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। আতিথেয়তাপরায়ণ মাদানী মেহমানদারীতে আন্তরিক ও উদার। বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো তার সহজাত প্রবৃত্তি। বস্তুত: সালাম মাদানী খেদমতে খালকের এক উজ্জল দৃষ্টান্ত। ‘চাঁনপুরের চাঁদ’ সালাম মাদানী স্নিদ্ধতার আলো ছড়িয়ে যাচ্ছেন সর্বত্র। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্লোগানের প্রকৃষ্ট উদাহরণ তিনি। মানব সেবার মহান ব্রত নিয়ে তার সরব পদচারনায় উপকৃত হচ্ছে দেশের অসহায় নারী, শিশু, আবাল-বৃদ্ধ-বনিতা। দিনের বেলায় সংগ্রামী ও রাতের আঁধারে দরবেশ মনীষার এই মানুষটি আর্তমানবতার সেবায় দেশের বিভিন্ন স্থানে ছুটে গিয়েছেন। যেখানে মানবতা দুর্বিপাকে সেখানেই সালাম মাদানী। দুর্যোগে-দুর্ভোগের এই অতন্দ্র প্রহরী উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো ও আইলায় আক্রান্তদের সহযোগিতায় ছুটে গিয়েছেন। বাইশের বন্যায় সুনামগঞ্জ ও সিলেট জেলায় মাসব্যাপী নিরবিচ্ছিন্ন ভাবে মানব সেবায় কাজ করেছেন। অসহায় মানুষের জন্য তার মন কাঁদে। রোহিঙ্গা ক্যাম্পের ঘরে ঘরে গিয়েছেন সাহায্য নিয়ে। সাম্প্রতিক ঘুর্ণিঝড়, শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের জন্য কাজ করে যাচ্ছেন নিরবধি।
নয় ॥
সালাম মাদানীর জীবন ও কর্ম উম্মাহ ও মানবতার কল্যাণকে কেন্দ্র করে আবর্তিত। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। মহান আল্লাহ তাকে বর্তমান ঝঞ্চাবিক্ষুব্ধ কঠিন সময়ে উত্তাল সমুদ্রে উম্মাহর দক্ষ নাবিক হিসেবে কাজ করার তাওফিক দিন, তাকে হায়াতে তায়্যিবা দান করুন। আমীন।
(সমাপ্ত)
[লেখক: অ্যাডভোকেট, জজ কোর্ট, সিলেট-সুনামগঞ্জ]
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD