সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। টোল না দিয়ে ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে জোর পুর্বক যেতে চাইলে তাদের বাধা দেন টোল আদায় কারী মোস্তাকিম আহমদ।
এ সময় ছাত্র সমন্বয়করা আনসার সদস্য রাকিব ও টোল প্লাজার আব্দুল কুদ্দুছ সরকার নামের একজনের বাকবিতণ্ডে জড়ায়। এক পর্যায়ে টোল প্লাজায় ভাংচুর করে সমন্বয়করা। সোমবার সন্ধ্যার আগে ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায় এ ঘটনা ঘটেছে। টোল ছাড়া কয়েকটি মোটরসাইকেল যাওয়া নিয়ে এঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক লোক জানিয়েছেন। পরে তাদের মধ্যের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সেনা বাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। আনসার সদস্য রাজিব জানিয়েছেন ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০ জন লোক টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। তারা দাবি করেছে ছাত্র সমন্বয়ক। পরে একজন ১০০ টাকা টোল দিয়েছে। টোল দেয়ার পর তারা হামলা ও ভাংচুর করেছে।ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্রদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD