১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বিএনপি নেতাদের

admin
প্রকাশিত ২৬ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২১:২৫:২৯
সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বিএনপি নেতাদের

Manual2 Ad Code

ঢাকা, শুক্রবার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। সূর্যাস্তের আগে সেখানে তারেক রহমান নিজে পৌঁছাতে না পারায় নিয়ম অনুযায়ী তাঁর পক্ষে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual5 Ad Code

শুক্রবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও আব্দুল মঈন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Manual6 Ad Code

এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪২ মিনিটে তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Manual5 Ad Code

বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের পথে রয়েছেন।

Manual8 Ad Code