১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় ৯ জন এখন পুলিশেল খাচায়

admin
প্রকাশিত ০১ জুলাই, মঙ্গলবার, ২০২৫ ০০:৫৭:২৮
সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় ৯ জন এখন পুলিশেল খাচায়

Manual8 Ad Code

জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

Manual2 Ad Code

 

 

 

আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্র্বতীকালীন জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার তারা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

 

 

 

 

রবিবার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই মহিষ ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। এসময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

 

Manual4 Ad Code

 

 

জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।