১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

admin
প্রকাশিত ২৩ এপ্রিল, বুধবার, ২০২৫ ০০:০৫:২৩
সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

Manual5 Ad Code

‎রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।

Manual7 Ad Code

রাসেল সারোয়ার বলেন, ‘সোমবার সকালে খবর পেয়ে দুর্জয় শীল নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেনাবাহিনীর কর্পোরাল বলে জানতে পেরেছি। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

‎‎তিনি বলেন, ‘কীভাবে মারা গেলেন প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তির ঝুলন্ত দেহের ছবি ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে বলা হয়, দুর্জয় শীল রোববার রাতে ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আর্মি স্টেডিয়াম এলাকার গার্ড কমান্ডার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন। বনানী আর্মি স্টেডিয়ামের গার্ড রুমে সোমবার আনুমানিক সকাল ৬টা দিকে মামুন নামের এক সৈনিক দেখেন কর্পোরাল দুর্জয় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।

Manual4 Ad Code

‎‎তবে এই বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি।

Manual8 Ad Code