
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে একটি বাসের চাপায় ভ্যানচালক আবুল হোসেন (৪৭) নিহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের ওয়াপদা মোড়সংলগ্ন এলাকায়। এ সময় ঘণ্টাব্যাপী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
নিহতের বাড়ি পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের চিনিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী এলাকায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল হোসেন দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে ভ্যান নিয়ে যাত্রা শুরু করেন। যাত্রী নিয়ে নিজ এলাকায় ফেরার পথে ডোমার ভাউলাগঞ্জ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি বাস তাকে চাপা দেয়।
ওসি আব্দুল ওয়াদুদ বলেন,
“আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।”
পুলিশ ঘটনার পর সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পালিয়ে যাওয়া আসামিদের ধরতে তৎপরতা চালাচ্ছে।