১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায়

admin
প্রকাশিত ০৬ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৬ ২২:০২:০৬
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায়

Manual3 Ad Code

যুব মহিলা লীগের নেত্রীসহ দুজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ, ৭ জানুয়ারি — নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুব মহিলা লীগের এক নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৃথক অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য। জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং খালেদা আক্তার রোজি ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।

Manual6 Ad Code

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ জাকির হোসেনকে গ্রেপ্তার করে। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

পুলিশ আরও জানায়, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া জাকির হোসেনের বিরুদ্ধেও সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালু ব্যবসা ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামি তিনি।

Manual5 Ad Code