১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে জমি বিরোধে এনসিপির নাম ভাঙানোর অভিযোগ

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩৫:৪৩
সোনারগাঁয়ে জমি বিরোধে এনসিপির নাম ভাঙানোর অভিযোগ

Manual1 Ad Code

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম ভাঙিয়ে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতারণা ও টাকা দাবির অভিযোগ উঠেছে নাজমুল হুদা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো. আল মামুন।

Manual3 Ad Code

লিখিত বক্তব্যে আল মামুন জানান, মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার কৃষ্ণাদি মৌজায় তিনি ও তাঁর আরও আট বন্ধু মিলে ব্যবসার জন্য ১২৬ শতাংশ জমি ক্রয় করেন। প্রথমে জমি কিনে ভোগদখলে নিলেও পরবর্তীতে এম এ বাছেতের মৃত্যু হলে তাঁর স্ত্রী ও সন্তানদের কাছ থেকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে দলিল সম্পাদন করেন। কিন্তু জমি বিক্রির পরও নাজমুল হুদা আদালতে মামলা করেন এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভুয়া দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা করেন, যা পরবর্তীতে বাতিল হয়ে যায়।

আল মামুনের অভিযোগ, আদালতের নির্দেশে জমিতে স্থিতাবস্থা বজায় রাখার পরও নাজমুল হুদা এনসিপির পরিচয়ে সেখানে সাইনবোর্ড টাঙান এবং তাঁর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। পাশাপাশি অপহরণ ও হত্যার হুমকিও দেন।

Manual8 Ad Code

অভিযুক্ত নাজমুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বাবার মৃত্যুর পর মামুন গংরা তাঁকে অপহরণ করে জোরপূর্বক পাওয়ার অব অ্যাটর্নি লিখিয়ে নেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। তিনি এনসিপির নাম ব্যবহার করেননি বলেও দাবি করেন।

এ বিষয়ে এনসিপি সোনারগাঁ উপজেলা আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ জানান, উভয় পক্ষই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী জমিতে স্থিতাবস্থা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনসিপির পরিচয়ে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code