১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত ১১ অক্টোবর, শনিবার, ২০২৫ ১৪:৩৩:৫৯
সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual4 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন ওই এলাকার সাব্বির হোসেন (২২) ও তাঁর স্ত্রী সিনথিয়া আক্তার (২০)। সাব্বির স্থানীয় নুর মোহাম্মদের ছেলে।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁরা আত্মহত্যা করেছেন

Manual4 Ad Code

খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁদের তিন বছরের এক সন্তান রয়েছে— নাম সাফরান হাসান নুর

প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”

Manual1 Ad Code