১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ০৯ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২১:৩৯:১১
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

কামাল খান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক মিটিং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় উত্তরা ০৮ নম্বর সেক্টর সিকদার বাড়ি অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের সকল সদস্য বিন্দ উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর পরিচালনায়। সভায় তিনির বক্তব্যে তুলে ধরেন গত মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা,ও বিভিন্ন কর্মপরিকল্পনার অগ্রগতি এবং আগামীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সভায় সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হকের বক্তব্যে বলেন গণমাধ্যমের পেশাগত মান ও নৈতিকতা রক্ষায় সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, একটি শক্তিশালী গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে, তাই সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়বদ্ধতা আরও বৃদ্ধি করতে হবে।সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে গণমাধ্যম কর্মীদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা জরুরি। সংগঠন সদস্যদের সার্বিক সহযোগিতায় সবসময় প্রস্তুত থাকবে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান আন্তর্জাতিক অঙ্গনে গণমাধ্যমের পরিবর্তন ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি সংগঠনের আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বমানের সাংবাদিকতা প্রশিক্ষণের বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, সদস্যদের সমস্যাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে পরবর্তী মাসিক সভার তারিখ নির্ধারণ করা হয়।