সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক আলোচনা সভা কামাল খান অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ.কে. এম আজিজুল হক সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,
মামুন আহমেদ ফিরোজ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয়। সভায় কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি প্রধান বক্তার বক্তব্যে বলেন গোলাপগঞ্জ শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে বিস্তৃত আলোচনা হয়। ভবিষ্যতে প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নে সহায়ক হবে—এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে অফিস প্রাঙ্গণে একটি পাঠাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, পাশাপাশি নিয়মিত ট্রেনিং কার্যক্রম ও বই পাঠের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকতাকে শুধু পেশা নয়, বরং সৃষ্টির একজন সেবক হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের প্রদান উপদেষ্টা জিন্নুর আহমদ চৌধুরী আশ্বস্ত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। আত্মপ্রত্যয়ী, দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতা চর্চার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ শাখার প্রদান উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রিন্সিপাল জিন্নুর আহমেদ চৌধুরী-কে। সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ শাখার সভাপতি ইলিয়াস আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, জেলা সাধারণ সম্পাদক শাহানউদ্দিন নাজু, এবং গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ-সভাপতি সেলিম,জুবের আহমদ সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক, লায়েক মিয়া,সহ দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু,সহ অর্থ বিষয়ক সম্পাদক জুবের আহমদ প্রমুখ। এ সময় কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম আজিজুল হক বক্তব্য বলেন গোলাপগঞ্জ শাখা যে আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ রিসিপশন আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এই সুন্দর ও ইতিবাচক আয়োজনের জন্য গোলাপগঞ্জ শাখার প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, ঐক্য ও নিষ্ঠার মাধ্যমে এই শাখা ভবিষ্যতে সাংবাদিকতার মানোন্নয়নে আরও উজ্জ্বল ভূমিকা রাখবে।