১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কমিটির সাংবাদিক মোঃ ফয়ছল কাদির অসুস্থ খবর পেয়ে দেখতে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

admin
প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ ০১:৩০:৪৭
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কমিটির সাংবাদিক মোঃ ফয়ছল কাদির অসুস্থ খবর পেয়ে দেখতে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;


Manual6 Ad Code

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কমিটির সাংবাদিক মোঃ ফয়ছল কাদির অসুস্থ খবর পেয়ে দেখতে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মোঃ কামাল খান :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিলেটের বারুদ পত্রিকার প্রকাশক এবং জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার বিভাগীয় ব্যূরো চীফ সাংবাদিক ফয়ছল কাদির দীর্ঘ কয়েকদিন থেকে অসুস্থ থাকার কারণে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর কমিটির সকল ধরনের কার্যক্রমে উপস্থিত না হওয়াতে তাহার অসুস্থতার খবর পেয়ে ২৫/০৯/২৫ ইংরেজি শুক্রবার সন্ধ্যায় মোঃ ফয়ছল কাদির কে দেখতে আসেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান, সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহান উদ্দীন নাজু মৌলভীবাজার জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিলেট জেলার সদস্য,শিহাব উদ্দিন,গোলাপগঞ্জ উপজেলার শাখার সহ- দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু সহ কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ।