সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৪
সৌদি ফেরত স্ত্রীকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত দা নিয়ে থানায় স্বামী
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে একদিন আগে সৌদআবর থেকে ফেরা শিল্পী বেগম নামে এক নারীকে (২৩) গলা কেটে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সফর আলী। এ ঘটনায় সফর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী ৩ মাসের ‘অন্তঃসত্ত্বা’ ছিলেন। তিনি শনিবার সৌদিআরব থেকে দেশে ফিরে আজ রোববার সকালে বাঘমারার স্বামীর বাড়িতে বাড়ি উঠেন তিনি। ‘পরকীয়া’ সন্দেহে তাকে হত্যার করা হয় বলে দাবি করেন স্বামী সফর আলী।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সফর আলী পেশায় রং মিস্ত্রি। তিনি নারায়ণগঞ্জ জেলায় কাজ করেন। ২০১৮ সালে প্রেম করে বিয়ে করেন শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া রোডের মুক্তার মিয়ার মেয়ে শিল্পী বেগমকে। তাদের সংসারে সোহাগ নামের ৫ বছরের এক ছেলে রয়েছে। ৫ মাস ধরে স্ত্রী শিল্পীর সঙ্গে নানা বিষয়ে বনিবনা হচ্ছিল না স্বামী সফর আলীর। এরই মধ্যে রোজার ৪ দিন আগে হেলাল নামের শ্রীমঙ্গলের এক দালালের জোকসাজশে এজেন্সির মাধ্যমে স্বামীর অনুমতি ছাড়াই সৌদিআরব যান শিল্পী। দালাল হেলাল সম্পর্কে শিল্পীর চাচা। বিষয়টি জানার পর স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপও দেন সফর আলী। স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। শনিবার দেশে এসে আজ সকালে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী। এর পর স্বামী সফর আলী জানতে পারেন, তার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি শোনার পর পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান হোসেনের কাছে সফর আলী অভিযোগ দেন। তখন ইউপি সদস্য তাকে ইউপি সদস্য আব্দুল মতিনকে জানানোর পরামর্শ দেন এবং পরে বসে বিষয়টি দেখবেন বলে জানান। কিন্তু তিনি ইউপি সদস্য আব্দুল মতিনের কাছে যাননি।
সফর আলীর মা সরুফা বেগম বলেন, ‘এ বিষয়ে সমাধানের জন্য অন্য একজনের গেলে সেই ব্যক্তি সফর আলীকে জানান, বউ কথা না শুনলে জবাই করি দে। তারপর বাড়ি এসেই বউকে মারতে থাকে ছেলে। মারধরের একপর্যায়ে দা দিয়ে শিল্পীকে গলা কেটে হত্যা করে সফর আলী। পরে রক্তাক্ত দা নিয়ে কমলগঞ্জ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে সে।’ তবে ওই ব্যক্তির নাম বলেননি তিনি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D