
সিলেটের স্কলার্সহোমের ছাত্র আজমান আহমেদ দানিয়াল (১৯)–এর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি তোলে। দাবিগুলো সোমবার সকাল পর্যন্ত মেনে নেওয়ার সময় বেঁধে দিয়েছে তারা।
গত বুধবার বিকেলে নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় নিজ বাসায় আজমানের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, এইচএসসির প্রি-টেস্ট পরীক্ষায় খারাপ ফল করায় তাঁকে টিসি দেওয়া হয় এবং প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দুর্ব্যবহারে অপমানিত হয়ে তিনি আত্মহত্যা করেন।
আজমানের মৃত্যুর পর থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। যদিও কলেজ কর্তৃপক্ষ রোববার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল, শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ চালায়।
অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেন, আজমানের মৃত্যুতে কলেজ শোকাহত। শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।