সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫
জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল সংস্থাটি।
মামলার পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট ও র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে গত বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারনামীয় আসামি শাকের আহমদ (২৪) কে গ্রেফতার করা হয়। শাকের একই থানার মাইজগ্রাম এলাকার আজাদ আহমদের ছেলে।
র্যাব জানায়, গত ২৬ জুলাই সকালে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে এলাকার একটি পরিত্যক্ত ব্রিক ফিল্ডে ঘুরতে যায়। সেখানে তারা গোপনে ভুক্তভোগী ও তার এক বন্ধুর ছবি তোলে। পরে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। তাদের প্রস্তাবে রাজি না হলে তার ও বন্ধুর মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এসময় বন্ধুটি বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আটকে রাখা হয়। এরপর মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের পর কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি ভুক্তভোগী। তবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে তিনি নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৯ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। র্যাব জানায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD