২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

স্টেডিয়ামের গ্যালারির নিচে কিশোরের লাশ

admin
প্রকাশিত ০৯ জুলাই, বুধবার, ২০২৫ ১৭:৩৪:২৭
স্টেডিয়ামের গ্যালারির নিচে কিশোরের লাশ

Manual1 Ad Code

মুন্সিগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষে এক কিশোরের লাশ পাওয়া গেছে।

পুলিশ আজ বুধবার বেলা ১টার দিকে শহরের মাঠপাড়া এলাকায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে লাশটি উদ্ধার করে।

Manual3 Ad Code

নিহত কিশোরের নাম মো. ইয়াসিন হাওলাদার (১৭)। সে মাঠপাড়ার মামুন হাওলাদারের ছেলে।

Manual8 Ad Code

সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হরি চাঁদ জানান, স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code