সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে আঞ্জু বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
আজ শুক্রবার দুপুরে ফতুল্লার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঞ্জু একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। এই ঘটনায় তাঁর স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
নিহতের পরিবার জানায়, পারিবারিক কলহের জেরে তাঁদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। এ নিয়ে কয়েকবার সালিস বৈঠক হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের দুজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, হত্যার অভিযোগে নারীর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসলেই হত্যাকাণ্ড কি না, তা জানতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD