১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্থগিত হয়ে গেল বাংলাদেশ–ভারত মেয়েদের সিরিজ

admin
প্রকাশিত ১৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৬:৩৭:৪০
স্থগিত হয়ে গেল বাংলাদেশ–ভারত মেয়েদের সিরিজ

Manual5 Ad Code

এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত মেয়েদের দ্বিপক্ষীয় সিরিজ। তবে সিরিজটি আপাতত স্থগিত হয়েছে বলে আজ মঙ্গলবার ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে। একই বছরের আগস্টে নির্ধারিত ছেলেদের সিরিজ স্থগিত হওয়ার পর মেয়েদের সিরিজেও একই পরিণতি হলো।

ডিসেম্বরে মেয়েদের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলানোর পরিকল্পনা ছিল। সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ এবং কলকাতা ও কটকে আয়োজনের কথা ছিল। নতুন ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনাও হতো এই সিরিজ দিয়ে। তবে নির্দিষ্ট কোনো কারণ জানানো ছাড়াই সিরিজ স্থগিত করা হয়েছে। পরে উপযুক্ত সময়ে তা আয়োজন করা হবে।

Manual4 Ad Code

এর আগে ২৬ মার্চ নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬ সালের জানুয়ারিতে শুরুর পরিকল্পনার আগে এই সিরিজটির সময় নির্ধারণ করা হয়েছিল।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২ নভেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয় করে ভারত। ফাইনালের সেরা হন শেফালি ভার্মা, সিরিজসেরা দীপ্তি শর্মা।

Manual3 Ad Code

এ বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের ছেলেদের দল। সিরিজ শুরুর কদিন আগে সেটিও স্থগিত হয়। স্থগিত হওয়া ছেলেদের সিরিজ আগামী বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।