১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ডা. তাসনিম জারা

admin
প্রকাশিত ২৯ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ২২:৩১:২৩
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ডা. তাসনিম জারা

Manual3 Ad Code

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ভোটারদের স্বাক্ষর তালিকা ও মনোনয়নপত্র জমাদানের একটি ছবি পোস্ট করে তাসনিম জারা লেখেন, “আমরা পেরেছি (We have made it)”। তবে তিনি ঠিক কোন সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি।

Manual5 Ad Code

এদিকে, দল থেকে পদত্যাগ করা এনসিপির আরেক নেতা অনিক রায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে দেওয়া এক শব্দের পোস্টে তিনি লেখেন, “Done!”। তাসনিম জারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অনিক রায় তাঁর নির্বাচনী ক্যাম্পেইনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ডা. তাসনিম জারা। ওই পোস্টে তিনি লেখেন,
“প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

Manual3 Ad Code

উল্লেখ্য, ডা. তাসনিম জারার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় ভোটারদের মধ্যে আলোচনা ও আগ্রহ দেখা যাচ্ছে।

Manual2 Ad Code