স্বপ্নের আলো সামাজিক সংগঠনের ষষ্ঠ বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন।
মোঃ আবুল বশর সিলেট।
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্বপ্নের আলো সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে আসছে তারি ধারাবাহিকতায় ৬ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নের আলো সামাজিক সংগঠনের বিভাগীয় সভাপতি সাংবাদিক মোঃ আবুল বশর, পরিচালনা করেন মোঃ জয়নাল আবেদীন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী, নাছিম মিয়া, অনলাইনে উপস্থিত ছিলেন স্বপ্নের আলো সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্ট। হাজী মোনায়েম খান, গীতিকার শাহ মোঃ আছাব আলী সাহেব।
বিভাগীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রদীপ মালাকার, ফজর ইসলাম, ইয়াসিন কবির,।
স্বপ্নের আলো সামাজিক সংগঠনের সিলেট জেলা কমিটি গঠন করা হয় জেলা কমিটিতে যারা যুক্ত হলেন
সভাপতি মাককু মিয়া, সাধারণ সম্পাদক, মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আহমদ, অর্থ সম্পাদক, মোঃ রুবেল ইসলাম। প্রচার সম্পাদক, এমদাদুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বপ্নের আলো সামাজিক সংগঠনের সদস্য জুবায়ের আহমদ জুবেল।
গীতিকার শাহ মোঃ আছাব আলী অডিও বার্তা বলেন, স্বপ্নের আলো সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, যেকোনো দুর্যোগ মোকাবেলায় তাদের অগ্রণী ভূমিকা প্রশংসনীয়, আমি উক্ত সংগঠনের সব সময় সফলতা কামনা করি এবং সার্বিক সহযোগিতা থাকবে সবসময়। পরিশেষে সংগঠনের সবাইকে যারা নিজ নিজ দায়িত্ব থেকে মানবতার কল্যাণে কাজ করেছেন তোদেরকে সংবর্ধনা দেওয়া হয়।